অর্গানিক 100% প্রাকৃতিক প্যাক ব্যবহার করার জন্য, প্রথমে একটি পাত্রে 1 চামচ প্যাক এবং 2 ফোঁটা এসেনশিয়াল অয়েল নিন এবং ত্বকের অবস্থা অনুযায়ী টক দই মধু বা গোলাপ জলের সাথে ভালভাবে মিশিয়ে ত্বকে লাগান। 20 থেকে 30 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এখন আপনি 2 ফোঁটা তিলের তেল নিয়ে ত্বকে ভালো করে লাগিয়ে রেখে দিতে পারেন অথবা ৩০ মিনিট পর ধুয়ে ফেলতে পারেন।